বহুরূপী তারা
- জান্নাতুল ফেরদৌস স্বর্ণা - আমার চেস্টা ১৭-০৫-২০২৪

তারা দেখেছো কী কখনো?
আমি দেখেছি
হাজার বয়সের হাজার রকম।
না না তুমি যা ভাবছো মোটেও তা নয়!
আমি আকাশের তারার কথা বলছি না,
একই রকম দেখতে তাদের,
কিছুটা মানুষের মতই।
তবে, এদের এক একটার রুপ
এক এক সময় দেখা যায়।
আকাশে যেমন কালোর মাঝে সাদা।
আহা, কি যে রুপ।
মনে হয় রাত শেষ না হোক।
এই ঝিকিমিকির মেলা,
দেখে পার হোক রাতের পর রাত।
তবে এই তারা ভিন্ন ধর্মী।
এদের উপরটা তারার মত সাদা হলেও,
ভিতরটা রাতের মত কালো।
আবার কিছু ক্ষেত্রে এদের উপরটা
রাতের মত কালো হলেও,
ভিতরটা তারার মত সাদা।
তারপরও এরা অবিকল একই রকম।
সে তারার রুপ,বয়স,জাত, ধর্মে
বিভেদ না থাকলেও এ তারার আছে।
তবে একটা মিল আছে,
এ তারাকে দেখেও
সে তারার মত বুঝার সাধ্য নেই
এদের উদ্দেশ্য কী,
কী তাদের মধ্যে খেলে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৮-০৫-২০২০ ০৩:৫০ মিঃ

সাহিত্যে আপনার বিচরণ সুখময় হোক ।